
বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। শারীরিকভাবে অসুস্থ অনুভব করায় সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার এই ক্রিকেট মহারাজাকে।
মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষার পর দেখা গেছে, সৌরভের হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লক’ রয়েছে। ঐদিন রাতেই এনজিওপ্লাস্টি করা হয়েছিল, বসানো হয়েছিল একটি স্টেন্ট।
হাসপাতালে ছয়দিন ভর্তি থেকে গত ৭ জানুয়ারি সকালে বাড়ি ফিরে গিয়েছিলেন সৌরভ। ২০ দিনের মাথায় আবারও বুকের ব্যথা ওঠায় ফের হাসপাতালমুখী হতে হলো গাঙ্গুলীকে।
