
গাজীপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার কাজ প্রায় শেষ হয়েছে। তৈরি হয়ে গেছে শ্রীপুরের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প। যেখানে ঘর পেয়ে বদলে গেছে অনেকের জীবন। আগামী ২২ মার্চ গাজীপুর জেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
গাজীপুরের শ্রীপুরের নয়াপাড়ায়, আধুনিক সব সুবিধা নিয়ে গ্রামের ভিতর গড়ে উঠেছে আরেকটি গ্রাম। যে গ্রামের বাসিন্দারা এখানে বাস করার সুবাদে ঘোচাচ্ছেন আশ্রয়হীনের অপবাদ। সব প্রতিবন্ধকতার সঙ্গে যাদের খোলা আকাশের নিচে আজন্ম লড়াই, তাদের জন্যই মুজিববর্ষের এই উপহার।
দুই সন্তান রেখে অন্যত্র বিয়ে করেন স্বামী। তাদের নিয়ে দুঃখের সাগরে ভাসছিলেন ভিটামাটিহীন মিনারা। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের জমি আর ঘর পেয়ে বদলে গেছে তার জীবন।
স্বামী, তিন ছেলে আর দুই মেয়ে নিয়ে বড় সংসার কুলসুমের। স্বামী- স্ত্রী মিলে যা আয় করেন, বাসা ভাড়া দিয়েই চলে যেতো তার বড় অংশ। আশ্রয়ণ প্রকল্পের জমি আর ঘরে জীবন বদলেছে তারও।
এরকম শত গল্প লালন করছে এই আশ্রয়ণ প্রকল্প। কদিন আগেও ভূমিহীন থাকা অনেক পরিবারের স্বপ্ন ডালপালা মেলেছে।
গৃহহীন থাকবেনা একটি পরিবারও। প্রধানমন্ত্রীর সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন।
গাজীপুরে ক তালিকাভুক্ত পরিবারের সংখ্যা ১ হাজার ৮১৭টি। সবাই পাচ্ছেন প্রকল্পের ঘর। আগামী ২২ মার্চ বঙ্গভবন থেকে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি যুক্ত হয়ে গাজীপুরকে ঘোষণা করবেন ভূমিহীন ও গৃহহীন মুক্ত।
সিরাজুম মুনির/ফই
