
রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে দুর্গাপূজার কেনাকাটা। গত কয়েকবছর করোনার কারণে আয়োজনে কিছুটা ভাটা পড়লেও, এবার উৎসাতের কমতি নেই কোথাও। ক্রেতা টানতে বিশেষ ছাড় দিচ্ছেন বিক্রেতারা।
সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠতে প্রস্তুত শারদীয় দুর্গোৎসবে। তাই অনেকে সেরে নিচ্ছেন কেনা কাটা। কেউ উপহার দেবেন প্রিয়জনকে, কেউবা কিনছেন নিজের জন্য।
রাজধানীর মিরপুরের মার্কেটে, ক্রেতার ভিড় চোখে পড়ারা মতো। এবার পূজায় বেশি আর্কষণ পারিবারিক কাপল ড্রেসের প্রতি।
বিক্রেতারা বলছেন, ক্রেতার চাহিদা বুঝে পোশাকের পসরা সাজিয়েছেন তারা। কিছু কিছু পোশাকে ছাড়্ও দিচ্ছেন।
কেনাকাটা চলবে আরো কয়েকদিন। পরিস্থিতি যাই হোক, অতিমারির পর সবাই মেতে উঠতে চায় পূজার আনন্দে।
আনোয়ার হোসেন/ফই