32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

আসন্ন বাজেটে বাড়ছে ভর্তুকি ও প্রণোদনার চাপ

বিশেষ সংবাদ

Sajal Saha
Sajal Sahahttps://nagorik.com
Sajal Saha is a Entrepreneur Journalist. Currently serving in Nagorik Television as the Head Of Sales & Marketing(Editor).
- Advertisement -

নতুন বাজেটে ভর্তুকি ও প্রণোদনার চাপ বাড়ছে। এ খাতে বরাদ্দ বাড়িয়ে প্রায় ৭৩ হাজার কোটি টাকা করতে চান অর্থমন্ত্রী। যা বর্তমানে ৪৫ হাজার কোটি টাকা। ১৮ হাজার কোটি টাকা বাড়তি যাবে, কেবল ভর্তুকিতেই।

কৃষি দেশের অর্থনীতির স্বস্তির খাত। জিডিপিতে অবদান বছর বছর কমলেও, বৈশ্বিক ঝুঁকি থেকে, এই খাত সুরক্ষা দেয়। করোনা মহামারি, রুশ-ইউক্রেন যুদ্ধ সংকটে ফেলেছে বিশ্বকে। এমন বেগতিক দশার মধ্যে, সেই কৃষিতে প্রণোদনা বাড়িয়ে, ফেরাতে হচ্ছে নজর।

বাংলাদেশও আক্রান্ত বৈদেশিক লেনদেন সংক্রান্ত সূচকগুলোতে। সরকার এ খাতে গুরুত্ব দিচ্ছে প্রণোদনা দিয়ে। তাই যেন প্রতিবছর বাড়ে বরাদ্দ। নতুন বাজেটে এর প্রাক্কলন ১৫ হাজার কোটি টাকা।

সিপিডি বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাজেটের খসড়া নথিতে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনায় মোট বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা হতে পারে। চলতি অর্থবছরে যা ২১ হাজার কোটি টাকা। কৃষি, রপ্তানি, পাট ও প্রবাসী আয়ে যাবে এ অর্থ।

এবার আসা যাক ভর্তুকিতে। ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ তিন খাতে। বাড়ছে ১৮ হাজার কোটি টাকা।
এদিকে, বিদ্যুৎ খাতে ৯ হাজার কোটি টাকা বাড়িয়ে, বরাদ্দ করা হচ্ছে দ্বিগুণ।

সাইদ আরমান/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত