29 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৬, ২০২২

আ.লীগের জনসভা: যশোর এক উৎসবের নগরী

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু হচ্ছে যশোর থেকে। শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রীর জনসভা। সকাল থেকেই সমাবেশের স্থান শামস উল হুদা স্টেডিয়ামের দিকে, দলে দলে যেতে থাকেন নেতাকর্মীরা। স্লোগান, বাদ্যযন্ত্রের তালে তালে, পুরো যশোর হয়ে ওঠে উৎসবের এক নগরী। আরিফুল ইসলামের ক্যামেরায় আনোয়ার হোসেনের প্রতিবেদন।

যশোর শহরের পালবাড়ি, মনিহার, চাচড়া মোড়, চাচড়া ডালমিল রোড নেতাকর্মীদের মিছিলে মুখরিত। দলে দলে সবার গন্তব্য শামসুল উল হুদা স্টেডিয়াম ময়দান।

দূর-দূরান্তের নেতাকর্মীরা বাসে চেপে এসেছেন সমাবেশস্থলে। ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা থেকেও অসংখ্য নেতাকর্মী প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে উপস্থিত। সরকারপ্রধানকে কাছ থেকে একবার দেখবেন, এই আশা সবার।

সমাবেশ ঘিরে শহরের প্রত্যেকটি সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। স্টেডিয়ামে ভিআইপি ফটক ও প্রবেশদ্বারে রয়েছে এসএসএফ, র‍্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

নেতাকর্মীদের আশা, দক্ষিণাঞ্চলের জন্য নতুন বার্তা শোনাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বার্তা নিয়েই শুরু হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রচার।

তানভীর জনি/ফই

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত