Home বাংলাদেশ ইউক্রেনকে ট্যাঙ্ক দেয়া নিয়ে জার্মানি-যুক্তরাষ্ট্র মুখোমুখি

ইউক্রেনকে ট্যাঙ্ক দেয়া নিয়ে জার্মানি-যুক্তরাষ্ট্র মুখোমুখি

ইউক্রেনকে ট্যাঙ্ক দেয়া নিয়ে জার্মানি-যুক্তরাষ্ট্র মুখোমুখি

ইউক্রেনকে সামরিক ট্যাঙ্ক দেয়া নিয়ে, মুখোমুখি অবস্থানে জার্মানি ও যুক্তরাষ্ট্র। জার্মানি জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র আব্রাম ট্যাঙ্ক না দিলে, তারাও তাদের লিওপার্ড টু মোতায়েন করতে নারাজ। কিন্তু, ইউক্রেনকে ব্যাপক ভারী অস্ত্র দিলেও, কেনো এই সাঁজোয়া যান দেয়ায় পশ্চিমাদের আপত্তি?

রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনকে, রেকর্ড আড়াইশো কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের এই প্যাকেজের মধ্যে থাকছে ৯০টি স্ট্রাইকার কমব্যাট কার বা সাঁজোয়া গাড়ি, ৫৯টি ব্র্যাডলি সাঁজোয়া গাড়িসহ বিপুল গোলা-বারুদ। কিন্তু, তালিকায় ট্যাঙ্কের কথা উল্লেখ নেই।

এদিকে, ইউরোপের বেশকটি দেশও ইউক্রেনকে ভারী অস্ত্রসহ বিপুল সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। যাদের মধ্যে অন্যতম, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। তারা ভেবেছিলো, যুক্তরাষ্ট্র যতো অস্ত্র ইউক্রেনকে দেবে, তার মধ্যে অত্যাধুনিক এম ওয়ান আব্রাম ট্যাঙ্কও থাকবে। কিন্তু, তা না হওয়ায়, বেঁকে বসেছে জার্মানি। কারণ, তাদের তৈরি অত্যাধুনিক লিওপার্ড টু ট্যাঙ্কও ইউক্রেনে পাঠানোর চিন্তা ছিলো।

যুক্তরাষ্ট্রের আব্রাম ট্যাঙ্ককে বলা হয়, তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক সাঁজোয়া যান। যা অনেক দামি। রক্ষণাবেক্ষণেও খরচ বিপুল। এছাড়া এই ট্যাঙ্ক চালানোর প্রশিক্ষণ বেশ জটিল ও কঠিন। এই মুহূর্তে ইউক্রেনের সেনাদের সেই প্রশিক্ষণ দেয়ার মতো পরিস্থিতি নেই বলে মনে করে যুক্তরাষ্ট।

এদিকে, জার্মানির লিওপার্ড টু ট্যাঙ্ক চালানোও জটিল। যার জন্য দরকার উন্নত প্রশিক্ষণ। ধারণা করা হয়, ইউরোপের বিভিন্ন দেশের হাতে দুই হাজারের মতো লিওপার্ড টু ট্যাঙ্ক রয়েছে। চুক্তি অনুযায়ী, সেসব দেশ এই ট্যাঙ্ক অন্য কোনো দেশকে দিতে চাইলে, জার্মানির অনুমোদন লাগবে।

এখন প্রশ্ন হলো, ইউক্রেনকে এতো অস্ত্র দিচ্ছে পশ্চিমা বিশ্ব, তাহলে, ট্যাঙ্ক দিতে বাধা কোথায়? বিশ্লেষকরা বলেন, এটা কেবল প্রশিক্ষণের বিষয় নয়। এমন অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনকে দিলে, রাশিয়া যে বেশ চটে যাবে, তাতে সন্দেহ নেই। আর তাতে যুদ্ধ পরিস্থিতি হয়ে উঠবে আরও জটিল। পশ্চিমা বিশ্ব সম্ভবত, এই ঝুঁকি নিতে চায় না। কারণ, পারমাণবিক শক্তিধর রাশিয়ার হাতেও রয়েছে বেশ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। ইউক্রেনে যার অনেককিছুই এখনো মোতায়েন করেনি রাশিয়া।

তানভীর জনি/ফই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here