22 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪

‘ইন্তিফাদার’ সেই আলোচিত তরুণী

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আশির দশকে ‘ইন্তিফাদা’ বা গণজাগরণ শুরু করে ফিলিস্তিনিরা। এই আন্দোলনটি হয়েছিল দুই দফায়। প্রথমটি ১৯৮৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯৯১ ও দ্বিতীয়টি ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্থায়ী হয়। প্রথম দফার ‘ইন্তিফাদা’ চলাকালীন হলুদ স্যান্ডেল হাতে নিয়ে কালো পোশাকের একজন ফিলিস্তিনি নারী ইসরায়েলি পুলিশের দিকে পাথর ছুড়ে মারছে, এরকম একটি ছবি তুলেছিলেন আলোকচিত্রী আলফ্রেড ইজোবযাদেহ। ওই সময়ে ছবিটি বেশ আলোচনার জন্ম দেয়। কিন্তু ছবির সেই মেয়েটির নাম, পরিচয় এতদিন কেউ জানতো না।

অবশেষে ৩০ বছর পর জানা গেলো সেই মেয়েটির পরিচয়। তার নাম মিশেলাইন আওডা। তিনি এক ফিলিস্তিনি খ্রিস্টান। ওই ঘটনার দিন ছিলেন সেখানকার এক চার্চে। সেদিনের ঘটনা সম্পর্কে মিশেলাইন বলছেন, ‘সেদিন আমার বিশেষ একটি অনুষ্ঠান ছিল, তাই ওরকম কালো পোশাক পরেছিলাম। সেদিন কোন বিক্ষোভ হবে বলে ভাবিনি। কিন্তু দেখতে পেলাম, ইসরায়েলি সেনাবাহিনী এসে তরুণদের সঙ্গে লড়াই শুরু করেছে। সেই তরুণদের সঙ্গে তখনি যোগ দিলাম। এক সময় দৌড়াতে শুরু করেছিলাম। কিন্তু স্যান্ডেল পরে দৌড়াতে পারছিলাম না বলে সেগুলো খুলে হাতে নিলাম।’

তিনি জানান, ‘একসময় নিচু হয়ে একটি পাথর ছুড়ে ইসরায়েলিদের দিকে ছুড়ে মারলাম। কিন্তু আমি জানতাম না কেউ আমার ছবি তুলছে।’

মিশেলাইন আওডার বয়স এখন ৬৩। তিনি স্থানীয় একটি হোটেলে চাকরি করেন।

তার দুই সন্তান রয়েছে, কিন্তু তিনি চান না, তারা আবার এরকম কোন সহিংসতায় জড়িয়ে পড়ুক।

জাআ
- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত