
তৃতীয় বারের মতো গাজীপুরের মানুষ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিলেও ইভিএম পদ্ধতিতে এবারই প্রথম ভোট দেয়ার অভিজ্ঞতা ছিল খানিকটা ভিন্ন। কারো কারো জীবনে এটাই ছিল প্রথম ভোট। উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেন নবীন-প্রবীণ সবাই।
একটা সময় ভোট মানেই ছিলো উৎসব। কোথাও আবার সেই ভোটই ছিলো সংঘাত আর রক্তে রঞ্জিত। তবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে এবার ভোটারদের ছিলো ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
ভোট কেন্দ্রে দুপুর পর্যন্ত ছিলো ভোটারদের দীর্ঘ সারি। এই মুক্তিযোদ্ধা বললেন, ক্ষোভ থাকলেও আদর্শের বাইরে যাওয়ার উপায় নেই।
ভোট দিতে এসেছেন নতুন ভোটাররা। উদ্দীপনা কম ছিলো না বর্ষীয়ানদেরও। চলা ফেরায় সমস্যা। তাতে আটকে থাকেনি কেন্দ্রে আসা।
এক মাসের সন্তান কোলে। তাকে নিয়েই এসেছিলেন এই নারী। লক্ষ্য ভোট দেয়া। বাহুবল নয়, ক্ষমতার দাপট নয় পরিবেশ সুষ্ঠু হলে আগামী নির্বাচনে বাড়বে ভোটারদের সমাগম, এমনটাই মনে করেন ভোটাররা।
মাজহারুল ইসলাম/ফই
