
ইভিএম নিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তই নেয়, মেনে নেবে আওয়ামী লীগ। তবে, দলটির ইচ্ছে তিনশো আসনেই যেন ইভিএম হয়। এমনটাই জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের সমালোচনায় কাদের বলেন, জাতীয় সংসদ একদলীয় ক্লাব নয়, বহুদল আছে সংসদে।
শীতের তীব্রতা লাঘবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী কম্বল বিতরণ করছে দলটির নেতারা। বিকেলে মিরপুরে এমনই অনুষ্ঠানে অংশ নেন দলের সাধারণ সম্পাদক। মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যেগে, কম্বল তুলে দেন বিভিন্ন ওয়ার্ডের শীতার্থ মানুষের হাতে।
এর আগে দেয়া বক্তব্যে জনগনের জীবন মানের উন্নয়নে সরকারি পদক্ষেপ, বিরোধী জোটের অপরিপক্ষ আন্দোলনসহ তুলে ধরেন দেশের সার্বিক পরিস্থিতি। কড়া জবাব দেন, মির্জা ফখরুলের সংসদ একদলীয় ক্লাব এমন বক্তব্যের।
