Home বাংলাদেশ এডিআরএস নিয়ে প্রতিবাদ করলেই জরিমানা বিসিবির

এডিআরএস নিয়ে প্রতিবাদ করলেই জরিমানা বিসিবির

এডিআরএস নিয়ে প্রতিবাদ করলেই জরিমানা বিসিবির

বিপিএলে এডিআরএস যেন মরার ওপরে খাড়ার ঘা। এলবিডব্লিউ আউটে আসেনা সঠিক সিদ্ধান্ত, আবার এর প্রতিবাদ করলেও পেতে হচ্ছে শান্তি। এভাবেই প্রতিদিন খেলোয়াড় এবং কোচদের দাবিয়ে রাখাছে বিসিবি। এডিআরএস নিয়ে এখন কথা বললেও বিপদ। তাই চুপচাপ সহ্য করে যাওয়া ছাড়া কোন উপায় দেখছেননা ফ্রাঞ্চাইজিগুলো।

ডিআরএসের বদলে এডিআরএস থাকবে, এ মৌসুম শুরুর আগেই জানানো হয় সেটি। তবে মৌসুমে ৬ দিনে ১২টি ম্যাচের মধ্যেই একাধিক বড় বিতর্কের জন্ম দিয়েছে এই এডিআরএস। যে বিতর্ক সরাতে এডিআরএসের আশ্রয় নেওয়া, সেটিই বরং নতুন বিতর্ক জন্ম দিচ্ছে বলে এর কার্যকারীতা নিয়েও প্রশ্নটা বড়ই হচ্ছে।

এখন এলবিডব্লিউর সিদ্ধান্তের ক্ষেত্রে বড় আরেকটি যে ব্যাপার—বলটি স্টাম্পে লাগত কি না, সে সিদ্ধান্ত রিভিউয়ের ক্ষেত্রে মূলত দেবেন টিভি আম্পায়ার। যেটি আইসিসি স্বীকৃত ডিআরএস পদ্ধতিতে হক-আই করে থাকে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই। কিন্তু সেই সুবিধা পাচ্ছেনা এবারের বিপিএল।

অবশ্য এডিআরএস নিয়ে সমালোচনা সেভাবে সহ্য করতে পারছে না। জাকের আলীর ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে এ পদ্ধতির আরেক দফা সমালোচনা করেন কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবি পরে তাঁকে শাস্তির ঘোষণাও দেয়। এ যেন মরার ওপরে খাড়ার ঘা।

সাধারণত এখন ডিআরএসে টেলিভিশন আম্পায়ারের কথা শোনানো হয় ব্রডকাস্টিংয়ে, মানে কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জানতে পারেন দর্শক। তবে এডিআরএসে সেটি তো দূরের কথা, পিচিং, ইমপ্যাক্ট, হিটিংয়ের মানদণ্ডগুলোও আলাদা করে দেখানো হয় না। এর ফলে এডিআরএসের এ প্রক্রিয়ার সময়টিতে একরকম ধোঁয়াশার মধ্যেই থাকতে হয়।

এডিআরএস বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছে। তৃতীয় ম্যাচে সৌম্য সরকারের এলবিডব্লিউর সিদ্ধান্ত একাধিকবার বদলান টেলিভিশন আম্পায়ার, সপ্তম ম্যাচে এলবিডব্লিউ হওয়ার পর তো ক্ষুব্ধ প্রতিক্রিয়াই দেখান এনামুল হক। সর্বশেষ বিতর্কটি তৈরি গত শনিবার, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের ম্যাচে। বরিশালের অফ স্পিনার ইফতিখার আহমেদের রাউন্ড দ্য উইকেট থেকে করা বলে এলবিডব্লিউ হন কুমিল্লার উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী। অন ফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খানের সিদ্ধান্ত রিভিউ করেন জাকের। পরে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও হয় বিস্তর।

এখন এডিআরএস নিয়ে কথা বলতেই ভয় পাচ্ছেন ক্রিকেটার থেকে শুরু করে কোচরা। কেননা এডিআরএস নিয়ে কোন মন্তব্য করলেই বিসিবি থেকে জরিমানা করা হচ্ছে তাদের। এখন এডিআরএস নিয়ে প্রতিবাদ করার আগে আলাদা করে ভাবনায় পরতে হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলোকে।

রাজিবুল ইসলাম/ফই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here