
দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে অকালে বিপদে পড়তে হয়। ক্ষণিকের সামান্য অবহেলা হতে পারে সারা জীবনের ভোগান্তি। তাই সঠিক সময়ে নিয়ম করে দাঁতের যত্ন নিতে হবে বলছেন চিকিৎসকরা। বিশ্ব ওরাল হেলথ ডে-তে এমন পরামর্শ দেন তারা।
সুন্দর হাসির জন্য চাই সুস্থ দাঁত। এমনকি খাবার খাওয়ার জন্যও এটি গুরুত্বপূর্ণ। তাই সুস্থ, সুন্দর দাঁতের জন্য চাই নিয়মিত যত্ন।
ছাই কয়লার দিন শেষ হয়েছে অনেক আগেই এখন মানুষ ব্যবহার করেন ব্রাশ ও টুথপেস্ট। ডাক্তাররা বলছেন দাঁত সুস্থ রাখতে মানতে হবে সঠিক নিয়ম। ব্যবহার করতে হবে ভাল মানের ব্রাশ ও টুথপেস্ট।
অবহেলা করলে দাঁতে সেনসিটিভিটিসহ দেখা দিতে পারে নানা সমস্যা।
দাঁতে পোকা ধরার মত প্রচলিত কুসংস্কার গুলো থেকে দূরে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চললে সুরক্ষিত থাকবে দাঁত ও মুখ।
কথায় আছে, যদি সুস্থ জীবন ও মুখের হাসি ধরে রাখতে চান তাহলে ছয় মাস পর পর দাঁতের ডাক্তারের কাছে যান।
