
অন্যরকম এক উচ্চতায় উঠলেন, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।প্রথম বাংলাদেশি হিসেবে, স্পর্শ করলেন আট হাজার রানের মাইলফলক। এই এলিট ক্লাবে ঢুকতে, তাকে খেলতে হয়েছে ২৩১টি ম্যাচ।
ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি, সঙ্গে যোগ করেন সাত রান। আর তাতেই নতুন উচ্চতায় টাইগার অধিনায়ক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। পৌঁছে গেলেন ক্রিকেটের আটহাজারি ক্লাবে।
বাংলাদেশের আর কোনো ব্যাটারের ওয়ানডেতে সাত হাজার রানও নেই। এর আগে ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার আগে নাম লিখিয়েছেন দেশসেরা এই ওপেনার।
ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে এমন কীর্তি স্পর্শ করেছেন আরও ৩৩ জন ক্রিকেটার। আর যদি ওপেনার হিসেবে বিবেচনা করা হয়, তাহলে তামিমের আগে আছে শচিন টেন্ডুলকারসহ মাত্র আটজন ক্রিকেটার।
অবশ্য মাইলফলকে প্রবেশ করার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তামিম। ইনিংসের ২৬তম ওভারে সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে, ৮৮ বল থেকে নয় চারের মারে ৬২ রান করেছেন টাইগার অধিনায়ক। এর আগে ৬ হাজার ও ৭ হাজার রানও জিম্বাবুয়ের বিপক্ষে পূরণ করেছিলেন তিনি।
আব্দুল্লাহ শাফী/ফই
