
কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০২৩ সালের জুন মাসে। বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের উন্নয়ন হলে বদলে যাবে কক্সবাজারে দৃশ্য। রানওয়ে সম্প্রসারণ হচ্ছে সমুদ্রের জলরাশির ওপর।
প্রকল্পটি শেষ হলে রানওয়েতে দিনরাত সাগরজল ছুঁয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে।
বিমানবন্দরের উন্নয়নের প্রথম পর্যায়ের তৃতীয় দফার কাজ চলছে। জাতীয় সংসদ অনুমতি হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় নির্মিত টার্মিনাল ভবনসহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন।
আন্তর্জাতিক মানের বিমান চলাচলের জন্য যা কিছু দরকার তার সবই থাকবে এই বিমানবন্দরে। দ্রুতই এর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান।
পরিদর্শনকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোতষ বেদজ্ঞ/ফই
