29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

করোনায় আক্রান্ত ৬ কোটি ৯২ লাখ মানুষ

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

করোনায় অনেকটা মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে গোটা বিশ্ব। গত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর নতুন করে সাড়ে ৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বিশ্বজুড়ে।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৪৭২ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৯২ লাখ ১৪ হাজার ৮৫ জনে। নতুন করে ১২ হাজার ২৬০ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭৪ হাজার ৮২১ জনে ঠেকেছে।

গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৯৬ হাজার ৯৮০ জন রোগী। আর এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৭৯ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৪২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৬৯৮ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৭ লাখ ৬২ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজার ৭৭২ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৭ লাখ ৩০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩২ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৫ লাখ ৪১ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৭১৮ জন।

আর পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৩ লাখ ২৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৬ হাজার ৬৪৮ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬১ হাজার ৭৩৯ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৭ লাখ ৬৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬২ হাজার ৫৬৬ জনের।

স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ২৫ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ৪৭ হাজার ১৯ জনের।

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১১ লাখ ৯৩ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৪ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৯৩০ জনের।

ফই//

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত