32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

করোনা: ইতিহাসে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

বিশ্বের প্রায় অধিকাংশ দেশই করোনাভাইরাস রুখতে টিকা গ্রহণ কার্যক্রম শুরু করেছে। কিন্তু অদৃশ্য ভাইরাসটি আরও ভয়াবহ হচ্ছে। প্রতিদিন সব রেকর্ড ভাঙছে করোনা।

করোনার ইতিহাসে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। গত একদিনে বিশ্বব্যাপী প্রথমবারের মতো প্রাণহানি ১৭ হাজার ছাড়াল। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ৮৩ হাজার। এছাড়া একদিনে আক্রান্ত হয়েছেন আরও সাড়ে ছয় লাখ মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়াল ৯ কোটি ৭৩ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৫১৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৯৭৫ জন। মৃত্যু হয়েছে চার লাখ ১৫ হাজার ৪৯৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন চার হাজার ৩৭৪ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬ লাখ ১১ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৯০৬ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৫২ জনের মৃত্যু হয়েছে।

তালিকার তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৬ লাখ ৩৯ হাজার ৮৬৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১২ হাজার ৮৯৩ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়ে এক হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে।

ফই//

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত