24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

কল্যাণ-শান্তি কামনায় সমাপ্ত বিশ্ব ইজতেমার ৫৬তম আসর

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

কল্যাণ, ঐক্য ও শান্তি কামনার মধ্য দিয়ে সম্পন্ন হলো, বিশ্ব ইজতেমার ৫৬তম আসর। দুপুরে টঙ্গীরে তুরাগতীরে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন, দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়কেও নামে মানুষের ঢল।

আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল টঙ্গীর তুরাগপাড়। এবাদত, বন্দেগি, জিকির, আসকারে সমবেত দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি।

মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুর সোয়া ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন, ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির হজরত মাওলানা মোহাম্মদ সাদ-এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মানুষের কল্যাণ, ঐক্য আর শান্তি কামনায়, পরম করুণাময় আল্লাহর দরবারে লাখো মুসল্লির প্রার্থনা।

এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৬তম আসর। আম বয়ানে দ্বিতীয় পর্ব শুরু হয়, গত শুক্রবার। তিন দিন ধরে পবিত্র কোরান-হাসিদের আলোকে চলেছে বয়ান। শীত উপেক্ষা করে, ময়দানে মানুষ শরিক হন, দলে দলে।

সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যতনামা আলেমদের বিভিন্ন ভাষার বয়ান। ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শেষ দিনে আখেরি মোনাজাতের আগে জনসমাগম বাড়ে আরও। ময়দান ছাড়িয়ে মানুষের ঢল নামে সড়ক মহাসড়কেও। শূন্য দুই হাতে, সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদনে নত হন মুসল্লিরা।

মোনাজাত চলে দীর্ঘ ৩০ মিনিট ধরে। আত্মশুদ্ধি, গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মানুষ। উঠে আসে আল্লাহর সন্তুষ্টি লাভের আকুতি।

রাশেদুল কাদির/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত