
সরকারি চাকরিতে কোটা সংস্কার বিষয়ে এখনও কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
“কোটা বাতিল কিংবা সংস্কারের বিষয়েও কোনো অগ্রগতি বা আলোচনা হয়নি। আগে যেমন ছিল এখনও তাই আছে।” ৭ মে ২০১৮ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান।
এসময় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলেছি এ অগ্রগতি জানানোর জন্য। এছাড়া আমাদের করণীয় কি তাও জানাতে বলেছি।
তিনি আরও বলেন ‘আমরা আশা করছি শিগগিরই এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হবে। এ বিষয়ে অনেকদিন কাজও বন্ধ ছিল।’
এছাড়া কত দিন লাগবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কমিটি গঠন হয়নি। কমিটি বসবে তারপর।’
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে এপ্রিল মাসে ব্যাপক আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা। এই আন্দোলন একপর্যায়ে ওই সহিংস রূপ নেয়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ এপ্রিল ২০১৮ জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন।
ফাই//জাআ
