
দেশ ও জাতিকে রক্ষায় ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে গুলশানে, সমাবেশ নিয়ে এক প্রস্তুতি সভায় তিনি এ আহবান জানান।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে, সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রস্তুতি সভা।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই ভয় দেখায়। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই সরকারকে পরাজিত করা ছাড়া আর উপায় নেই। ১০ ডিসেম্বরের সমাবেশ বিএনপির নয়, পুরো জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নয়াপল্টনেই সমাবেশ করতে চায় বিএনপি। তবে প্রশাসন চাইলে বিকল্প জায়গার প্রস্তাব দেয়া হবে।
সমাবেশ বানচাল করতে হামলা, গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে।
