- Advertisement -

প্রায় সাড়ে ৫ ঘণ্টা জ্বলার পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের মিনিস্টার ফ্রিজ কারখানার আগুন।
ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট চেষ্টা করে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার ভোর সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার ফ্রিজ কোম্পানির কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে গাজীপুর ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট হাজির হয়। দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
শুক্রবার কারখানা বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফই//
- Advertisement -
