32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

গাজীপুর সিটিতে ভোট: উৎসবমুখর পরিবেশ, ইভিএমে ধীরগতি

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

জাতীয় নির্বাচনের আট মাস আগে সিটি করপোরেশনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে, ভোট দিচ্ছে গাজীপুরের পৌনে ১২ লাখ ভোটার। এখন পর্যন্ত কোথাও বড় কোনো অনিয়মের খবর মেলেনি। সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো, বলছেন প্রার্থীরাও । তবে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে নারী ভোটারদের।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য্য নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। অনেক কেন্দ্রে ফজরের নামাজের পর থেকেই লাইনে এসে দাঁড়িয়েছেন ।

সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে গাজীপুরের ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা। বলেন, জনগণের রায়কে শ্রদ্ধা করবেন তারা।

৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন, আলোচিত মেয়রপ্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে জাহাঙ্গীর আলম। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে জানিয়ে বলেন, ভোট সুষ্ঠূ হলে ফলাফল মেনে নেবেন তারা।

সমর্থকদের সাথে নিয়ে সিটির ৫৫ নম্বর ওয়ার্ডের টঙ্গী সরকারি হাসপাতালের পুরাতন ভবন কেন্দ্রে ভোট দেন আরেক স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম। এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেন তিনি।

অন্যদিকে, জেলা প্রশাসনের সহায়তায় সিটির নিরাপত্তা নিশ্চিতে একযোগে কাজ করছেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসক মো: আনিসুর রহমান,বলেছেন, শৃঙ্খলার সঙ্গেই ভোটগ্রহণ চলছে। অনিয়মের হলে, ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর সিটি করপোরেশনে এ নিয়ে তৃতীয়বারের ভোট হচ্ছে। যার মধ্য দিয়ে একজন নতুন মেয়রের পাশাপাশি, ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলরকে নির্বাচিত করবেন ভোটাররা।

সিরাজুম মুনির/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত