
রাইফেল নয়, তাদের অস্ত্র ছিল কণ্ঠ। একাত্তরে এই কণ্ঠকে কাজে লাগিয়েই মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন কণ্ঠযোদ্ধারা। তাদের গান ছিল অদম্য বাঙালির মনোবলের নেপথ্য শক্তি।
সেহেলী মাসুদ। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। তাই ছোট হয়ে এসেছে দম। কণ্ঠেও বয়সের ছাপ। তবে এই কণ্ঠ দিয়েই মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ে জীবন বাজি রেখে শরনার্থী শিবিরে অনবরত ঘুরেছেন তিনি। শোনাচ্ছিলেন যুদ্ধকালীন সময়ের টুকরো কিছু স্মৃতির কথা।
বুলবুল মহলানবীশ। সংস্কৃতিমনা পরিবারের সদস্য। ছোটবেলা থেকেই লড়েছেন অসংগতির বিরুদ্ধে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় ধারাবাহিক নাটক জল্লাদের দরবার এ মূল নারী চরিত্র তিনি। বুলবুল সেসময় অসংখ্য গানও গেয়েছেন।
তবে দুজন কণ্ঠযোদ্ধাই মনে করেন, দেশটা স্বাধীন হলেও কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়নি। এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ।
সবাই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যার যার অবস্থান থেকে কাজ করলে বিজয়ের লক্ষ্য অর্জিত হবে, এমনটাই মত তাদের।
