
সরকারের গোয়েন্দা সংস্থাগুলো দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গণবিরোধী সকল আইন বাতিল করা হবে।
বিএনপির আয়োজনে ‘গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন, প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। এতে বিএনপি নেতাদের পাশাপাশি অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিকরা।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় সব সরকারের আমলেই বাধা ছিল। এসব বাধা দূর করতে সবার আগে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার চেতনা আজ ভূলুণ্ঠিত। গণতন্ত্রকে নসাৎ করতে কালাকানুন দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার। সরকার সংবাদকর্মীদের বিভক্তির সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
রাকা/ফই
