Home বাংলাদেশ গ্যাসের বাড়তি দাম পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের

গ্যাসের বাড়তি দাম পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের

গ্যাসের বাড়তি দাম পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের

গ্যাসের বাড়তি দাম প্রত্যাহার চেয়ে একাট্টা ব্যবসায়ীরা। শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে চান। তারা বলছেন, গ্যাসের অভাবে কারখানার চাকা এমনিতেই ঘুরছে না। এদিকে, বাণিজ্যমন্ত্রী জানালেন, এ বিষয়ে আলোচনা করা হবে।

আচমকা নির্বাহী আদেশে, সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। কয়েকটি খাত এর বাইরেও থাকলেও, শিল্প কারখানায় বেড়েছে ১৭৯ শতাংশ।

এমনিতেই নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছিলো না কারখানাগুলো। ফলে ব্যাহত হচ্ছে শিল্পে উৎপাদন। তার ওপর, মরার ওপর খাড়ার ঘাঁ গ্যাসের নতুন দাম।

ব্যবসায়ীরা বলছেন, সংকটে পড়বে বড় শিল্পের সঙ্গে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলো। টিকে থাকার চ্যালেঞ্জ বড় হলো। হোঁচট খাবে রপ্তানিও। তাই পুনর্বিবেচনার দাবি তাদের।

বাণিজ্যমন্ত্রী বললেন, ব্যবসায়ীদের প্রতিক্রিয়া তিনি জেনেছেন। তারা শিগগিরই কথা বলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে। পুরো বিষয়টি সমন্বয়ক করছে এফবিসিসিআই।

আবাসিকে গ্যাসের দাম বাড়েনি। তবে ১৪ থেকে ১৭৯ শতাংশ বেড়েছে শিল্প খাতে। বাদ নেই, ছোট ও মাঝারি শিল্পও। সরকার ভর্তুকির চাপ কমাতে দাম বাড়ানোর এই উদ্যোগ নিয়েছে।

সাইদ আরমান/ফই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here