
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর শুরু করার কথা রয়েছে আগামী ২১ তারিখে। এই সফরের সময় ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ (বিএমজিএফ)-এর পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক ‘স্বচ্ছ ভারত কর্মসূচির’ জন্য দ্য গ্লোবাল গোলকিপার পুরস্কার দিতে নরেন্দ্র মোদিকে মনোনীত করা হয়েছে। এমন তথ্য জানাচ্ছে ব্রিটেনের বিখ্যাত দৈনিক গার্ডিয়ান
মোদিকে এই পুরস্কারে মনোনীত করার জন্য গেটস ফাউন্ডেশন-এর কড়া সমালোচনা করছে আমেরিকার আইনজীবী ও মানবাধিকার সংস্থাগুলো।
আসামের জাতীয় নাগরিক তালিকা থেকে ১৯ লাখ মানুষকে বাদ দেয়া এবং কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ফাউন্ডেশনকে খোলা চিঠি দিয়ে বলা হয়েছে, মোদিকে এই পুরষ্কার দেয়া হলে ভুল বার্তা যাবে।
বিজেপির ঘনিষ্ঠ স্বদেশি জাগরণ মঞ্চ আপত্তি তুলেছে এই পুরস্কার নিয়ে। সংগঠনের নেতা অশ্বিনী মহাজন এই পুরস্কার গ্রহণ করাটা উচিত হবে কি না তা বিবেচনা করে দেখতে বলেছেন মোদিকে। তারা আরো দাবি করেছেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মানব কল্যাণের আড়ালে ব্যবসা করে। ব্যবসায়িক কারণেই মূলত তাদের ভারতে টিকা কর্মসূচি নিয়ে আগ্রহ।
তবে, এতো আলোচনা-সমালোচনার পরে মোদি এ পুরষ্কার নিচ্ছেন কিনা সেটাই দেখার বিষয়।
সূত্র: আনন্দবাজার ও দা গার্ডিয়ান
জাহা/ফই/তুখ
