
চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগরে ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা। যার আশেপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা। স্থানীয়দের অভিযোগ গাছপালা উজাড় করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে।
চারিদিকে বসতি, গাছপালা আর ফসলী জমি। এর মধ্যেই ফসলী জমি কেঠে চলছে ইটভাটা। নেই কোনো অনুমোদন বা পরিবেশের ছাড়পত্র।
ইটভাটার আশেপাশেই রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা। পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কথা বললেও, প্রমাণ দেখাতে পারেনি এই ইটাভাটা মালিক।প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ব্যবস্থা নেয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তার। অবৈধ ইটভাটা বন্ধে জোরালো আইনি পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। অভিযোগ এই পরিবেশবিদের।
অনুমোদনহীন এসব ইটভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
দিদারুল ইসলাম/ফই
