- Advertisement -

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যার্থতায় পড়েছে বাংলাদেশ। ৫০ রান তোলার আগেই হারিয়েছেন তিন উইকেট। দলীয় শতকের আগেই নেই ৬ উইকেট।
ভারতের ৪০৪ রান পাহারের জবাবে ব্যাট করতে নেমে আসা যাওয়ার মিছিলে ছিলেন ব্যাটাররা। ডাক মেরেছেন ওপেনার নাজমুল হাসান শান্ত। দলীয় ৫ রানের মাত্র চার রানে ফেরেন ইয়াসির আলী রাব্বি।
তবে অভিসিক্ত জাকির হাসান করেন ২০ রান। লিটন ২৪ এবং মুশফিক ফিরেছেন ২৮ রানে। অধিনায়ক সাকিব ২৫ বল খেলে করেছেন মাত্র তিন রান। উইকেট কিপার নুরুল হাসান সোহান ১৬ রান করলেও রানের খাতাই খুলতে পারেননি তাইজুল ইসলাম।
রাই/ফই
- Advertisement -
