
চলতি অর্থবছরে দেশে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে। মনে করছে, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশে। জিডিপি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। আগামী তিন অর্থবছরে, সাড়ে ৯শ কোটি ডলারে বাজেট সহায়তা দেবে আন্তর্জাতিক সংস্থাটি।
অর্থনীতির হালচিত্র জানাতে, সকালে সংবাদ সম্মেলন ডাকে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। তুলে ধরা হয় দেশের অর্থনীতির স্বস্তি ও অস্বস্তির সূচক।
এডিবি বলছে, মহামারি আর বিশ্ব পরিস্থিতির কারণে কিছু সূচক নিম্নমুখী। তারপরও বাড়বে অর্থনীতির আকার। বিশ্ব জ্বালানি পরিস্থিতি বিপদে ফেলছে বেসরকারি খাতকে।
রাজস্ব আদায় বাড়াতে সুশাসনের সুপারিশ এডিবির। সংস্কারের তাগিদ আর্থিক খাতেও। সংকট সামাল দিতে ২শ কোটি ডলারের বাজেট সহায়তার প্রক্রিয়া চলছে বলে জানায় এডিবি। আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ পাবে মোট সাড়ে ৯শ কোটি ডলার।
সাইদ আরমান/ফই
