
করোনা সংক্রামণ উর্ধ্বমুখী থাকায় চলমান কঠোর লকডাউন আরো সাত দিন বাড়ানো হয়েছে। আগামী ৭ জুলাই থেকে নতুন লকডাউন কার্যকর করা হবে। যা ১৪ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান বিধি নিষেধের মতো করেই রিক্সা ও পণ্যবাহী সকল যানবাহন ছাড়া সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।
হোটেল, রেস্টুরেন্টে খাবার পার্সেল সার্ভিস বিক্রি করা যাবে। তবে কোথাও বসিয়ে খাওয়ানো যাবে না। বন্ধ রাখা হবে সকল রিসোর্ট, পিকনিক স্পট ও সামাজিক অনুষ্ঠান।

এর আগে ১ জুলাই থেকে সাত দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকারের পক্ষ থেকে এবার বিধিনিষেধ ‘কঠোর’ই করার কথা বলা হয়। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলে পুলিশও। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে নামানো হয় সেনাবাহিনীও।
রাহা/ফই
