
চলে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। গতরাত সোয়া একটার দিকে, মারা যান তিনি। গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, বাদ আসর তাকে বনানীতে দাফন করা হবে।
২০১৪ সাল থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হোসেন তৌফিক ইমান। যিনি এইচ টি ইমাম নামে পরিচিত। আগে ছিলেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা।
একজন বীর মুক্তিযোদ্ধা, ডাকসাইটে আমলা। সব ছাপিয়ে হয়ে ওঠেন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ছিলেন সুবক্তা ও লেখক। মুক্তিযুদ্ধ পরিচালনা নিয়ে, তার লেখা বেশকটি বই, গুরুত্ব দিয়ে দেখেন গ্রন্থ সমালোচকেরা।
১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাঙ্গাইলে জন্ম। বাবার চাকরির সূত্রে, বড় হওয়া, পড়ালেখা করতে হয়েছে বিভিন্ন জেলায়। রাজশাহী কলেজে অর্থনীতিতে অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন।
৬২ সালে যোগ দেন পাাকিস্তান সিভিল সার্ভিসে। সরকারি চাকুরে হয়েও, যোগ দেন মুক্তিযুদ্ধে। প্রবাসী সরকার পরিচালনায় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই সরকারের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম কেবিনেট সচিবও তিনি।
বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এইচ টি ইমাম। চিকিৎসাধীন ছিলেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। অবশেষে হার মানলেন ৮২ বছর বয়সে।
সাশা/লিশা//
