
সুপারম্যান ও গুনিস ছবি পরিচালনা করে হলিউডের নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন রিচার্ড।
সোমবার মারা গেছেন ৯১ বছর বয়সী এই বিখ্যাত পরিচালক। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী লরেন শুলার ডোনার।
ক্রিস্টোফার রিভ অভিনীত এবং রিচার্ডের পরিচালিত ছবি সুপারম্যানকে ধরা হয় আধুনিক সময়ের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে।
নিউ ইয়র্কের ব্রোনক্সে জন্মগ্রহণ করা রিচার্ড ১৯৬০ এর দশকে টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেন। তবে ১৯৭০ এর দশকে হলিউডে প্রথম নিজের জন্য আলাদা একটি জায়গা তৈরি করতে সক্ষম হন রিচার্ড।
প্রখ্যাত এই পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। তার সঙ্গে কাজ করা স্বনামধন্য অভিনেতারা ছাড়াও হলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বও টুইটারের মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
তার/ফই