24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

চীন থেকে ১০ মে ৫ লাখ টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

দেশে করোনায় শনাক্তের হার টানা তৃতীয় দিনের মতো ১০ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৭৩৯ জন। প্রাণহানি আরও ৬৫ জনের।

এদিকে, চীন থেকে ৫ লাখ টিকা আসছে আগামী ১০ মে। যুক্তরাষ্ট্রের টিকা আনতেও চলছে জোড়জোড়।

গত একদিনে, ৪২০টি ল্যাবে পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৩১ জনের নমুনা। শনাক্ত ১ হাজার ৭৩৯ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হারে ১০ শতাংশের কম।

হঠাৎ করেই উর্ধ্বমুখী ছিলো এই শনাক্তের হার। কয়েকদিন ধরে চিত্র নিম্নমুখী। মৃত্যুও কমছে ধীরে ধীরে। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ৬৫ জনের।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা আনার তোড়জোড় বাড়িয়েছে সরকার। চীন থেকে ১০ মে আসছে উপহারের ৫ লাখ ডোজ ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম বলেন, যুক্তরাষ্ট্র থেকেও টিকা আনতে আবেদন করেছে একটি দেশি প্রতিষ্ঠান। সংরক্ষণের সক্ষমতা থাকলে, তাদের অনুমতি দেবে সরকার।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৩৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ ৭ লাখের কাছাকাছি।

আহো/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত