
২২তম জাতীয় সম্মেলনকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে কেন্দ্রীয় কমিটির মেয়াদ।
এবার সাংগঠনিক ৭৮ জেলার সম্মেলনই শেষ করতে চায় দলটি। ইতোমধ্যে হয়ে গেছে অধিকাংশ সাংগঠনিক জেলার সম্মেলন। সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে চান মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ।
২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছর মেয়াদি এই সম্মেলনের মেয়াদ শেষ হবে এ বছর ডিসেম্বরে।
নির্ধারিত সময়ের আগইে তাই জেলা-উপজেলা সম্মেলন শেষ করতে সাংগঠনিক কর্মযজ্ঞ নিয়ে ব্যস্ত কেন্দ্রের শীর্ষ নেতারা। ইতোমধ্যে প্রায় ৫০টি সাংগঠনিক জেলার সম্মেলন শেষ হয়েছে। চলতি মাসেই আরও বেশ কয়েকটি জেলার সম্মেলন ।
দলটির অভ্যন্তরীণ সুত্রে জানা যাচ্ছে, আগামী ২০২৩ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচন। টানা এক বছর নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। সে কারণে এ বছর ডিসেম্বরের আগেও হয়ে যেতে পারে দলটির জাতীয় সম্মেলন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান সাংগঠনিক জেলার সব কাজ সেপ্টেম্বরের মধ্যে গুছিয়ে আনতে চায় দলটি।
নির্বাচনি ইশতেহার প্রণয়ন, দলীয় প্রার্থী বাছাই, প্রশিক্ষিত এজেন্ট তৈরিসহ ক্ষমতাসীনদের হাতে এখন কাজের লম্বা তালিকা।
আব্দুল্লাহ শাফী/ফই
