
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সংলাপ- পরবর্তী সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, ‘জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা’ বলে দেয়া তার বত্তব্য তিনি এখনো ধারণ করেন এবং তার এই বক্তব্য তথ্যভিত্তিক।
তিনি বলেন, জিয়াউর রহমান যখন নতুন দল গঠন করেন তার আগে অর্থাৎ ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল না। ১৯৭৫ পর্যন্ত গণতন্ত্র ছিল। সেই তথ্যের ভিত্তিতে জিয়াউর রহমান গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা।
নির্বাচন কমিশনার জানান সংলাপে আসা চার শতাধিক সুপারিশ কিছু সাংবিধানিক, কিছু আইন সংক্রান্ত আর কিছু নির্বাচন কমিশনের করণীয়। এর মধ্যে যা নির্বাচন কমিশনের পক্ষে বাস্তবায়নযোগ্য তা ইসি বাস্তবায়ন করবে; যেগুলি আইন সংক্রান্ত সেগুলি সংসদে পাঠানো হবে আর সংবিধান সংক্রান্ত সুপারিশগুলি সরকারের কাছে পাঠানো হবে। সরকার যদি সুপারিশ বাস্তবায়ন না করে সেক্ষেত্রে সরকারকে চাপ দেয়ার বা বাধ্য করার কোনো সুযোগ নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো এমপি বা মন্ত্রীর কাছ থেকে তার কাছে কোনো চাপ আসেনি। ভবিষ্যতে কোনো চাপ এলে তা সরাসরি প্রত্যাখান করবেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কমিশনার ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।