
হঠাৎ জ্বালানি তেলে দাম বৃদ্ধির কারণে রাজধানীতে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাসে উঠতে পারছেন না যাত্রীরা। কোনো কোনো বাসে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের অবস্থা যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।
শুক্রবার রাতে আকস্মিকভাবেই জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার, যা কার্যকর হয়েছে রাত ১২টা থেকেই। ডিজেল ও কেরোসিনে ৪২ শতাংশ এবং পেট্রোল ও অকটেনে দাম বাড়ানো হয়েছে ৫০ শতাংশেরও বেশি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সকাল থেকেই রাজধানীর সড়কে গণপরিবহন কম। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। কোনো কোনো বাসে নেয়া হচ্ছে বাড়তি ভাড়া।
রাজধানীর পাম্পগুলোতে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। শুক্র ও শনিবার দুদিন বন্ধ থাকে জ্বালানি তেলের ডিপো। অনেকের অভিযোগ, পাম্পগুলো পুরনো দামে তেল কিনে নতুন দামে বিক্রি করছে।
কেউ কেউ নতুন দামেও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন। জ্বালানি তেলের দাম বাড়ায়, বাসের ভাড়া বাড়বে। এতে জনজীবনে নতুন করে চাপ সৃষ্টির আশঙ্কায় সাধারণ মানুষ।
মাই/ফই
