
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারারেতে ম্যাচ শুরু বিকাল ৫টায়। সব বিভাগে এগিয়ে থাকলেও স্বাগতিকদের হালকাভাবে নিচ্ছেননা অধিনায়ক নুরুল হাসান সোহান। আর সফরকারীরাও যে শক্তিশালি সেটাও মাথায় রাখছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরবিন।
পঞ্চপাণ্ডব ছাড়া এ যেন এক নতুন যুগের সূচনা বাংলাদেশের। ১৬ বছর পর প্রথম মাহমুদউল্লাহকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
তারুণ্য নির্ভর দল, তাই উন্মাদনার শেষ নেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা জিম্বাবুয়েতে। ২০১৬ সালের পর সদ্যই তারা নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।
মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে লড়াইয়ের আভাস নতুন অধিনায়ক সোহানের। কথা বললেন স্বাগতিকদের সমীহ করেই।
বাংলাদেশ শক্তিশালি, সেটাও মাথায় রাখছেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ আরবিন। তবে নিজেদের মাটিতে বেশ আত্মবিশ্বাসি তারা।
এই ফরম্যাটে সবদিকেই এগিয়ে টাইগাররা। ১৬ ম্যাচে ১১ জয়ের বিপরীতে ৫টি হার। তবে এই সিরিজে জয়ের পাল্লাটা আরো বাড়বে বলে বিশ্বাস অধিনায়ক সোহানের।
রাই/ফই
