32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

অক্টোবর-নভেম্বরে (২০২১ সাল) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর। প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতের ৩ ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহ’তে। ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। আর শেষ হবে ১৪ নভেম্বর।

আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমান মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেখান থেকে সুপার দল হিসেবে ৪টি দল মূল পর্বে যাবে।

মূল পর্বের ৪ দল অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের সাথে সুপার ১২ পর্বে যোগ দেবে।

সুপার ১২:– আবুধাবিতে ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে গ্রুপ ১ প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে গ্রুপ পর্যায়ের প্রথম রাউন্ড। এরপর সন্ধ্যায় দুবাইয়ে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সুপার ১২:- দুবাইয়ে ২ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভারত-পাকিস্তানের হেভিওয়েট ম্যাচ দিয়ে গ্রুপ পর্যায়ের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

টি-২০ বিশ্বকাপ ২০২১ ফিক্সচার:

তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যুফলাফল
২৩ অক্টোবরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাআবুধাবি
২৩ অক্টোবররাত ৮টাইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজদুবাই
২৪ অক্টোবরবিকেল ৪টাএ১-বি২শারজাহ
২৪ অক্টোবররাত ৮টাভারত-পাকিস্তানদুবাই
২৫ অক্টোবররাত ৮টাআফগানিস্তান- বি১শারজাহ
২৬ অক্টোবরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজদুবাই
২৬ অক্টোবররাত ৮টাপাকিস্তান-নিউজিল্যান্ডশারজাহ
২৭ অক্টোবরবিকেল ৪টাইংল্যান্ড- বি২আবুধাবি
২৭ অক্টোবররাত ৮টাবি১-বি২আবুধাবি
২৮ অক্টোবরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-এ১দুবাই
২৯ অক্টোবরবিকেল ৪টাওয়েস্ট ইন্ডিজ- বি২শারজাহ
২৯ অক্টোবররাত ৮টাপাকিস্তান-আফগানিস্তানদুবাই
৩০ অক্টোবরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা- এ১শারজাহ
৩০ অক্টোবররাত ৮টাঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডদুবাই
৩১ অক্টোবরবিকেল ৪টাআফগানিস্তান- এ২আবুধাবি
৩১ অক্টোবররাত ৮টাভারত-নিউজিল্যান্ডদুবাই
নভেম্বররাত ৮টাইংল্যান্ড- এ১শারজাহ
২ নভেম্বরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা- বি২আবুধাবি
২ নভেম্বররাত ৮টাপাকিস্তান-এ২আবুধাবি
৩ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-বি১দুবাই
৩ নভেম্বররাত ৮টাভারত-আফগানিস্তানআবুধাবি
৪ নভেম্বরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-বি২দুবাই
৪ নভেম্বররাত ৮টাওয়েস্ট ইন্ডিজ-এ ১আবুধাবি
৫ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-এ২শারজাহ
৫ নভেম্বররাত ৮টাভারত- বি১দুবাই
৬ নভেম্বরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজআবুধাবি
৬ নভেম্বররাত ৮টাইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাশারজাহ
৭ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-আফগানিস্তানআবুধাবি
৭ নভেম্বরবিকেল ৪টাপাকিস্তান-বি১শারজাহ
৮ নভেম্বররাত ৮টাভারত-এ২দুবাই

সেমিফাইনাল: প্রথম সেমিফাইনাল আবুধাবিতে অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়। দ্বিতীয় সেমিফাইনাল দুবাইতে অনুষ্ঠিত হবে।  ১১ নভেম্বর দুটি সেমিফাইনালেরই রিজার্ভ ডে আছে।

ফাইনাল ম্যাচ: ১৪ নভেম্বর, রবিবার দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সোমবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

মূলত এই প্রতিযোগিতাটি ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতেও কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত করে ২০২১ সালে আসরটি আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

  • ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে: সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-২০ বিশ্বকাপ
  • টি-২০ বিশ্বকাপের ভেন্যু: ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি, শারজাহ ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে।
  • টি ২০ বিশ্বকাপ ফাইনাল ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই।
  • ২০২১ সালে টি ২০ বিশ্বকাপ ফাইনাল কবে: ১৪ নভেম্বর: ফাইনাল (রাত ৮টা)।

ফাসা/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত