
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা চমৎকার, পরীক্ষা নিরীক্ষার পর এমন কথাই বলছেন চিকিৎসকরা। গত সপ্তাহে তিন ঘণ্টা ধরে মিস্টার ট্রাম্পের শারীরিক চেক আপ করেছিলেন চিকিৎসকরা।
হোয়াইট হাউজের চিকিৎসক বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোধশক্তি পরীক্ষা করে তাতে তারা কোন অস্বাভাবিকতা খুঁজে পাননি। চিকিৎসক রনি জ্যাকসন বলছেন, ‘তার(ট্রাম্প) বোধশক্তি বা স্নায়বিক বিষয়গুলো নিয়ে আমার কোন উদ্বেগ নেই।’ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিলো তার প্রথম এ ধরনের শারীরিক পরীক্ষা।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের শারীরিক অবস্থাকে চমৎকার বলে উল্লেখ করেন চিকিৎসক জ্যাকসন। তিনি বলেন, ‘সব তথ্য নির্দেশ করে যে প্রেসিডেন্ট স্বাস্থ্যবান এবং তার মেয়াদে এমনই থাকবেন। তবে ডা. জ্যাকসন বলেন কম চর্বিযুক্ত খাবার ও ব্যায়াম থেকে তিনি আরও উপকৃত হতে পারেন।’
তবে সমালোচনা উঠছে ট্রাম্পের কোলেস্টরল, উচ্চ রক্তচাপের সমস্যা আগে থেকেই জানা যায়, এছাড়া স্থুলতা তার একটি বড় সমস্যা। তারপরও তার স্বাস্থ্য চমৎকার থাকে কিভাবে?
মার্কিন প্রেসিডেন্টদের স্বাস্থ্য পরীক্ষায় শরীরের উচ্চতা, ওজন, বডি ম্যাস ইনডেক্স, হৃৎকম্পন, রক্তচাপ, রক্তে অক্সিজেনের সম্পৃক্ততা ও শর্করার পরিমাণ, ফুসফুস, চোখ, কোলেস্টেরলসহ প্রয়োজনীয় সব ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। বলা দরকার, ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে হাস্যরসাত্মক প্রশ্ন থাকলেও প্রেসিডেন্ট হিসেবে তার মানসিক পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।
শাফে//জাআ
