24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ সময়ের প্রস্তুতি

বিশেষ সংবাদ

- Advertisement -

টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ সময়ের প্রস্তুতি। এবারও দুই পর্বে হবে তাবলীগ জামাতের এই সমাবেশ। পুলিশ বলছে, আয়োজন নির্বিঘ্ন করতে থাকবে, কয়েক স্তরের নজরদারি।

কেউ সামিয়ানা টাঙাচ্ছেন, কেউ-বা আবার জমায়েতের লাইন আর নতুন রাস্তা তৈরিতে ব্যস্ত। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে, প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দান।

মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। ইজতেমা ময়দানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, মাইক ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

সেনাবাহিনীর তত্বাবধানে নির্মাণ হচ্ছে ৭টি ভাসমান ব্রিজ। অস্থায়ী সড়ক নির্মাণের কাজ করছে গাজীপুর সিটি করপোরেশনের নিয়োগ করা ঠিকাদারি প্রতিষ্ঠান

এসব কাজ শেষ হলেই বিশাল মাঠের বিভিন্ন পয়েন্টে লাগানো হবে বৈদ্যুতিক তার ও বাতি। ৫৪তম এই বিশ্ব সম্মেলন সফল করতে, নানান পদক্ষেপ নিয়েছেন তাবলীগ জামাতের মুরুব্বীরা।

এবারও মূল মঞ্চের উত্তর-পশ্চিম পাশে বিদেশি মেহমানদের জন্য থাকছে বিশেষ কামরার ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় থাকবে কয়েক স্তরের নিরাপত্তা।

১৩, ১৪, ১৫ জানুয়ারি প্রথম পর্ব। চারদিন বিরতির দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০, ২১ ও ২২ জানুয়ারি।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত