
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় তাপমাত্রা নামলো ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। জেলাটিতে তিনদিন বিরতি দিয়ে, ফের বইছে শৈত্যপ্রবাহ। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষ দিক থেকে একটু একটু করে শীত বিদায় নিতে পারে।
টানা ১৪ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হয়েছিলো উত্তরের জেলা পঞ্চগড়ে।
মাঝখানে তিনদিন কিছুটা কমেছিলো শীত। বিরতীর পর আবারো হাড় কাপানো শীত পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। আবহাওয়া অফিস বলছে, ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
মৌলভীবাজার, রংপুর, রাজশাহী, ময়মনসিংহয়ের উপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা আগামী ২৪ ঘণ্টা অপরিবর্তিত থাকবে।
আগামী ২২ জানুয়ারি থেকে সারা দেশে কমতে পারে শীত। তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি জেলায় মৃদু শৈতপ্রবাহ থাকলেও মাসের শেষে একটু একটু করে বিদায় নিতে পারে শীত।