“এক মামলাতেই উকিলের ফি ১৪ কোটি টাকা” শিরোনামে প্রচারিত সংবাদে “আইনজীবীদের একসময় বলা হতো বটতলার উকিল” শব্দগুলো নিয়ে আইনজীবীদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনিচ্ছাকৃতভাবে একটি পেশার মানুষদের ক্ষুব্ধ করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। নিজেদের পেশার পাশাপাশি অন্য সবার পেশাকেও আমরা যথাযথ সম্মান করি।
বার্তা প্রধান, নাগরিক
- Advertisement -
