27 C
Dhaka
শনিবার, আগস্ট ২০, ২০২২

দূষণ-দখলে অস্তিত্ব হারাচ্ছে কুষ্টিয়ার ৮টি নদী

বিশেষ সংবাদ

- Advertisement -

দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে কুষ্টিয়ার ছোট বড় নদীগুলো। নদীতে শহরের বর্জ ফেলায় প্রভাব পড়ছে নদী পাড়ের মানুষের জীবনে। হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র। দখলের কারণে খরস্রোতা নদীগুলো এখন মরা খাল। নদীগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

পদ্মা, গড়াই, হিসনা, কুমারসহ ছোট-বড় প্রায় ৮টি নদী এই কুষ্টিয়া জেলায়। এসব নদীর তীরে গড়ে উঠেছে অনেক জনপদ। কিন্তু একসময়ের উচ্ছল এই নদী ভয়াবহ দূষণ ও দখলে অস্তিত্ব হারাচ্ছে। যে যেভাবে পেরেছে নদী দখল করে গড়েছেন অবৈধ স্থাপনা, করছেন মাছ চাষ।

এদিকে, শহরের প্রায় সব বর্জ্যই ফেলা হচ্ছে নদীতে। আর তাত শিল্পের কেমিকেল মিশছে নদীর পানিতে। এখন দেখে বোঝার উপায় নেই, একসময় এই নদীগুলোতে বড় বড় নৌকা, লঞ্চ চলতো। সরকারি হিসাবে কুষ্টিয়ায় নদ-নদী ও খাল-বিল দখলকারীর সংখ্যা প্রায় ৩ হাজার। এগুলো রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী স্থানীয়দের।

পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধ দখল হলে, তা উচ্ছেদ করা হবে বলে জানান সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এদিকে নদী দখল ও দূষণ রোধে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
নদীগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছে নদী বিশেষজ্ঞরা।

জীবন ও জীববৈচিত্র রক্ষায় আশ্বাস নয়, গুরুত্বপূর্ন এই নদীগুলো পুনরুদ্ধারে এখনই কার্যকর পদক্ষেপ চায় কুষ্টিয়াবাসী।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত