
হুন্ডি কমানো ও সারা দেশে ডলার সহজলভ্য করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য, সারা দেশে ব্যাংকের শাখাগুলো ডলার কেনাবেচা সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এতে মানি এক্সচেঞ্জগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণে রাশ টানা যাবে।
বৈদেশিক মুদ্রা নিয়ে অস্থিরতা চলছে অনেক দিন। টাকার মান কমিয়েও সামাল দেয়া যাচ্ছে না। এমন অবস্থায়, বাজারে বিপুল ডলার ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। বড় সংকট, ব্যাংক ও খোলা বাজারে ডলারের দামে পার্থক্য। খোলা বাজারে দাম বেশি ১০/১৫ টাকা। অনেকে জড়িত হুন্ডিসহ নানা অনিয়মে। তাই মানিচেঞ্জারগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ থামাতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এতে ব্যাংকিং চ্যানেলে ডলার সহজপ্রাপ্য হবে। ফিরবে শৃঙ্খলা। বর্তমানে ব্যাংকে কেবল অনুমোদিত ডিলার শাখায় বিদেশি মুদ্রার লেনদেন হয়। এখন তালিকা হচ্ছে, কোন এলাকায়, কোন শাখায় এই সুযোগ দেয়া যায়। সক্রিয় হচ্ছে আন্তঃব্যাংক ডলার বাজারও।
