
রাজধানীর ৫ হাসপাতালে টিকার পরীক্ষামূলক প্রয়োগের সপ্তাহব্যাপী কার্যক্রম শেষে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকা প্রয়োগ শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে করোনার টিকা।
প্রথম ধাপে দেশের ৩৬ জেলায় পৌঁছে দেয়া হয় করোনার টিকা। দ্বিতীয় দফায় পুলিশি নিরাপত্তায় টঙ্গীর বেক্সিমকোর ওয়্যারহাউজ থেকে ২৫ জেলায় পাঠানো হয় টিকা।
সিলেটে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা টিকা পৌঁছেছে। সিভিল সার্জন কার্যালয়ে টিকা পৌঁছালে তা সংরক্ষণ করা হয় ইপিআই কেন্দ্রে। সিভিল সার্জন জানিয়েছেন, জেলার ১৫৩টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে।
৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে চট্টগ্রামে। রোববার সকালে এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। কোল্ড চেইন বজায় রেখে ৩৮ কার্টনে আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চার ফেব্রুয়ারীর মধ্যে টিকার আবেদন করার অ্যাপ মোবাইলে পাওয়া যাবে। দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা চেয়েছে অধিদপ্তর।
