
আগামী তিন-চার বছরের মধ্যে দেশের শতভাগ মানুষকে ব্যাংক একাউন্ট ব্যবস্থার আওতায় আনা হবে। এরফলে দেশে একটি ক্যাশলেস সোসাইটি গড়ে উঠবে। এমন আশা প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। ডিজিটাল লেনদেন প্লাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন করে, দ্রুতই সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজড করা হবে বলেও জানান তিনি।
দেশে ব্যাংক, এমএফএস ও পিএসপির মধ্যে আন্তঃলেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বিনিময়’ নামে নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে এ লেনদেন নিষ্পত্তি করা হবে। এ সেবার মাধ্যমে বিকাশ থেকে রকেটে অথবা উপায় থেকে এমক্যাশে বা বিকাশে তাৎক্ষণিক লেনদেন করা যাবে।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আর্থিক খাতের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সব পরিকল্পনা ও ব্যবস্থাপনা দেশীয় উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, মানুষের দোরগোড়ায় সব সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
দেশকে শতভাগ ডিজিটাল করতে বর্তমান সরকারকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা।