32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

নরসিংদীর রাবানের সুস্বাদু আনারসের খ্যাতি দেশজুড়ে

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

নরসিংদীর পলাশ উপজেলার প্রাচীন গ্রাম রাবান। সেখানকার আনারসের খ্যাতি দেশজুড়ে। রাবানের আনারসের স্বাদ ও গুনগত মানের কারণে আলাদা খ্যাতি রয়েছে। এ মৌসুমে ভাল ফলন পেতে কৃষকদের সব ধরণের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নরসিংদীর পলাশ উপজেলার রাবানের আনারস মানেই রসে ভরপুর, আর স্বাদে যেনো অমৃত। শত শত বছর ধরে এই গ্রামে মৌসুমি ফলটির চাষ হচ্ছে। এসব আনারসকে ঘোড়াশাল জাতের বলা হলেও সবাই বলেন, অনবদ্য স্বাদের কারণ রাবান গ্রামের মাটির গুণ।

এবছর সময়মতো বৃষ্টি হওয়ায় আনারসের ফলন ভালো। তাই লাভের আশা করছেন কৃষক ও পাইকারী বিক্রেতারা। বিভিন্ন এলাকার ক্রেতারা ভীড় জমাচ্ছেন রাবান এলাকায়।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. ছাইদুর রহমান বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে রাবানের আনারস চাষ বাড়তে নানা সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এ বছর জেলার ৩০৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে এই আনারস।

আকরাম হোসেন/সিমু/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত