
নারীর অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। নারীদের উন্নয়নের মূলধারায় আনতে, সরকার কাজ করছে। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে, একথা বলেন সরকারপ্রধান।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোকেয়া দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিবস ঘিরে, প্রতি বছর সরকারিভাবে রোকেয়া দিবস পালন হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নারীরা আজ সবক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বাংলাদেশের নারীরা দেশের বাইরে কাজ করেও প্রশংসিত হচ্ছে, বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে মন্দা চলছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তাই, সবাইকে সাশ্রয়ী ও সঞ্চয়ী হতে হবে।
