
র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, কারও সমালোচনায় কান না দিয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে র্যাবের ভূমিকার প্রশংসা করেন সরকারপ্রধান।
দেশের নিয়ন্ত্রণহীন সন্ত্রাস মোকাবিলায় ১৯ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। প্রায় ২ দশকের পথ চলায় জঙ্গিবাদ দমন, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমন, বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলদস্যু এবং বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাহিনীটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিয়ে বলেন, জঙ্গিবাদ এবং চোরাচালান বন্ধে ভূমিকা পালন করতে গিয়ে এই বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন।
র্যাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কিশোর গ্যাং অবশ্যই বন্ধ করতে হবে। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভূমিকা পালন করতে হবে অভিভাবক এবং শিক্ষকদের।
কিছু দেশবিরোধী শক্তি আছে যারা বিদেশীদের কাছে গিয়ে নালিশ করে আর্থিকভাবে লাভবান হয়। দেশের বিরুদ্ধে যারা এ ধরনের অপপ্রচার চালায় তাদেরকে চিহ্নিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস নিয়ে চলতে র্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আব্দুল্লাহ শাফী/ফই
