
মাদারীপুরের শিবচরে স্পিডবোট ডুবে ২৬ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে শিবচর থানায় নৌপুলিশ মামলাটি করেন।
এতে বাংলাবাজার ঘাটের ইজারাদার, বোটের মালিক-চালকসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন, স্পিডবোট চালক শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকালে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালু বোঝাই বাল্কহেডে, স্পিডবোটের ধাক্কায় অন্ত ২৬ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে, পাঁচজনকে। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে এসব স্পিডবোট।