- Advertisement -

আবারো পাটপণ্যের সুদিন ফিরছে। সোনালী আঁশে তৈরি হচ্ছে কর্মসংস্থান। চট্টগ্রামে একটি জুট মিল পরিদর্শনে গিয়ে, একথা বলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় রেখে ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হচ্ছে বেসরকারি খাতে। ইতিমধ্যে নরসিংদী ও কর্ণফুলী পাটকলের ইজারা দিয়েছে সরকার।
চট্টগ্রামে কেএফডি জুট মিল পরিদর্শনে গিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানালেন, সোনালী আঁশে সুদিন ফিরছে আবারো।
মিলটিতে ৬০০ শ্রমিক কাজ করছে। দিনে উৎপাদন গড়ে ১০ টন পাটপণ্য।
ইউনিট্যাক্স সিএফও মো. আরিফ সরকারের নীতির কারণে, আবারো ঘুড়ে দাঁড়াবে পাটশিল্প, মনে করেন সংশ্লিষ্টরা।
একেআ/ফই
- Advertisement -
