
গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সকালে অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর চলে।
নিহত রবিউল ইসলাম সুতার ব্যবসায়ী ছিলেন। স্বজনদের দাবি, মোবাইলে জুয়া খেলার অভিযোগে গত শনিবার তাকে আটক করা হয়েছিলো। গত রাতে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী পুলিশের তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। একটি পুলিশ বক্স ভাঙচুর করে তার। তবে, পুলিশ বলছে রবিউলকে ছেড়ে দেয়া হয়েছিলো। বাড়ি ফেরার পথে গাড়িচাপায় আহত হন তিনি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।